• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলায় ঝুমকি বসুর প্রথম গল্পগ্রন্থ ‘...এবং কাঁটাতার’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২, ০৫:৫৭ পিএম
বইমেলায় ঝুমকি বসুর প্রথম গল্পগ্রন্থ ‘...এবং কাঁটাতার’

অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশ হয়েছে গল্পকার ঝুমকি বসুর প্রথম গল্পগ্রন্থ ‘...এবং কাঁটাতার’। বইটি প্রকাশ করেছে জাগতিক প্রকাশন। শিল্পী রাজীব দত্তের প্রচ্ছদে বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। ইতোমধ্যে বইমেলায় বইটি বেশ সাড়া ফেলেছে।

জাগতিক প্রকাশনের প্রকাশক রহিম রানা বলেন, “পাঠকদের কয়েকটি গল্প শোনাতে চান লেখক। কার গল্প বলবো? চেয়ারম্যান ও তার ছেলের, কাজের বুয়া জামিলার, নাকি শুনবেন এক বারবণিতার কথা? পাঠককে শোনাতে পারেন তিনি নেশাসক্ত এক মেয়ের কাহিনি। প্রেমের গল্প পড়ে পাঠক হয়তো খানিকটা বিস্মিতও হতে পারেন, এভাবেও কারো প্রেমে পড়া যায়?”

লেখক ঝুমকি বসু বলেন, “বইটিতে অন্তর্ভুক্ত গল্পগুলো কোথাও রূপক, যেমন : নামগল্পটি। কোথাও মূর্ত, কোথাও-বা বিমূর্তের প্রতীক হয়ে ধরা দেবে পাঠকের সামনে। বইটি পড়ে দিনশেষে রবীন্দ্রনাথের মতো করে হয়তো মনে বাজবে : আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে।/ তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে॥”

বইমেলা ছাড়াও বইটি পাওয়া যাচ্ছে রাজধানীর কাঁটাবনের জাগতিক প্রকাশনের নিজস্ব শো-রুমে এবং অনলাইন বুকশপ ‘রকমারি ডটকমে’।

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!